Popular Post

Posted by : RABBY বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

সবাই বলে দেশে চাকরির অভাব, কিন্তু আসলেই কি সেটা ঠিক না কি দেশে অভিজ্ঞ জনবলের অভাব। ভালো কাজ জানলে তার কাজের অভাব হয় না। আমাদের দেশ কিন্তু এখন পূর্বের তুলনায় অনেক আগিয়ে গেছে তথ্য প্রযুক্তিতে, প্রচুর কাজের জায়গা আছে কিন্তু অভিজ্ঞ আইটি প্রফেসনাল এর খুব অভাব। তাই এখনি সময় নিজেকে অভিজ্ঞ আইটি প্রফেসনাল তৈরী করার। তাই আর দেরী না করে কাজে লেগে পড়ুন, আর নিজেকে প্রমান করুন। আজকে আমি অনলাইন ব্র্যান্ডিং এ কি ভাবে ক্যারিয়ার গড়বেন তার টিপস দেব।
বর্তমানে আমাদের দেশে অনেক কোম্পানি আছে, যারা তাদের বিজনেস সম্প্রসারণের জন্য মার্কেটিং করে, আপনার কাজ হবে তাদের মার্কেটিং করা বা তার ব্র্যান্ড নাম টাকে প্রচার করা। কিন্তু ডিলার টু ডিলার ভিসিট না করে আপনার কাজ হবে অনলাইন এ বসে মার্কেটিং করা বা তাদের ব্র্যান্ড নাম টা প্রচার করা আর এটাই হলো অনলাইন ব্র্যান্ডিং ।
আইটি প্রফেশনাল বা অনলাইন ব্রান্ডের হতে কি কি জানতে ও করতে হবে আপনাকে :
SEO : Search engine optimization জানাটা একজন অনলাইন ব্রান্ডের এর জন্য অপরিহার্য। অনেকই বিষয়টাকে অনেক কঠিন মনে করেন কিন্তু একটু চেষ্টা করলে আপনি বিষয়টা শিখতে পারবেন। এটা শিখতে আপনাকে বিশেষ কোনো প্রোগ্রামিং জানতে হবে না। আপনি চাইলে techtunes এর seo বিভাগ  থেকেই অনেক কিছু শিখতে পারবেন।
Graphics Design : অনলাইন ব্র্যান্ডিং এ কাজ করতে হলে আপনাকে টুকটাক ফটোশপ এর কাজ জানতে হবে। আপনি youtube থেকে অনেক বাংলা ফটোশপ টিউটোরিয়াল পাবেন যেখান থেকে কাজ গুলো শিখে নিতে পারেন। Design এর কাজ মূলত সকল কোম্পানির কম বেশি লাগে, তাই ফটোশপ শিখলে  আপনার ফায়দায় ফায়দায়।
নিচে ফটোশপ শেখার বাংলা ভিডিও লিঙ্কটি দেখতে পারেন :
WordPress : Wordpress একটি ওপেন সোর্স প্লাটফর্ম। ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে এর জুরি নেই। অনলাইন ব্র্যান্ডিং করতে হলে আপনাকে ওয়েবসাইট এর উপরে কাজ করতে হবে তাই WordPress শিখে রাখাটা আপনার জন্য খুব জরুরি, আর সব কথার বড় কথা এখন মোটা মোটি সব কোম্পানির নিজের ওয়েবসাইট আছে বা করছে তাই এর গুরুত্ব অপরিসীম।
নিচে WordPress শেখার বাংলা ভিডিও লিঙ্কটি দেখতে পারেন :
C-panel :  C-panel এর কাজ মূলত ওয়েব হোস্টিং রিলেটেড। একটা হোস্টিং এ কিভাবে ওয়েবসাইট রাখবেন, সাব-ডোমেইন  বানাবেন, ফাইল ডাউনলোড ও আপলোড করেবেন, ইমেইল এড্রেস তৈরী করবেন। নিশ্চয় বুঝতে আর বাকি নেই যে কাজ টা জানা থাকলে আপনার কি লাভ হবে।
নিচে C-panel শেখার বাংলা ভিডিও লিঙ্কটি দেখতে পারেন :
Microtik Router : একজন আইটি প্রফেসনাল  এর জন্য Microtik Router এর  কাজ জানাটা জরুরি। কি ভাবে সেটআপ দিবেন, গেট-ওয়ে তৈরী করবেন সকল কিছুই পাবেন নিচের ভিডিও লিংক এ।
নিচে Microtik Router শেখার বাংলা ভিডিও লিঙ্কটি দেখতে পারেন :
Notice : BOSS হইতে হলে নিজে নিজেই কাজ শিখতে হয়, ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে BOSS হুয়া যায় না।
উপরের এই বিষয় গুলো শিখতে যেয়ে কোনো প্রবলেম ফেস করলে গুগল মামার হেল্প নিতে পারেন বা আমাকে একটু নক করতে পারেন, আশা করি আমাকে আপনাদের পাশেই পাবেন। আজকের মত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ।
আমাকে ফেইসবুক এ পেতে : https://www.facebook.com/biplob.reza.7
আমার ওয়েবসাইট : http://www.softsio.com/

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -