- Back to Home »
- আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপদেশ
Posted by : RABBY
বুধবার, ১১ মে, ২০১৬
১) প্রত্যেকের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই লক্ষ্যে পৌছানোর জন্য আপনার যাত্রাপথটা অনেকেই বুঝতে চাইবে না। অনেক নেতিবাচক কথা শোনাবে। এটাই স্বাভাবিক। এতে বিচলিত হওয়ার কিছু নেই। এটা তাদের পথ না যে তাদের বুঝতেই হবে। এটা আপনার পথ।
২) ‘‘আমি জীবনে কোথায় আছি’’ এবং ‘‘আমি কোথায় নিজেকে দেখতে চাই’’- সর্বদা এই দুইয়ের মাঝের দূরত্বটা জানুন এবং তা নিজেকে অনুপ্রাণিত করতে ব্যবহার করুন।
৩) কেউ যাতে আপনার জীবনে আসতে পারে, তার জন্য দরজাটা খোলা রাখুন। যদি কেউ আপনার জীবন থেকে চলে যেতে চায়, তার জন্য সে দরজাটাও খোলা রাখুন। শুধু যাওয়া আসার দরজাটায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেবেন না। যে আসেও না, চলেও যায় না- তার জন্য আপনার প্রকৃত জীবনসঙ্গীর আসাটা বাধাগ্রস্ত হয়।
৪) ভীতুরা কঠিন কাজটা শুরু করতে পারে না,দুর্বলেরা শুরু করলেও কখনো তা শেষ করতে পারে না, আর জয়ীরা কাজটা শেষ না করা পর্যন্ত কখনো হার মানে না। জয়ীদের মানসিকতা নিজের মধ্যে গড়ে তুলুন।
৫) কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালীও করে। প্রতিটি কষ্টকর অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা।