Posted by : RABBY বুধবার, ৮ জুলাই, ২০১৫

ইন্টারনেট প্রজন্মের অনেকেই এখন ফেসবুক-টুইটারের মতো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া জীবন কল্পনা করতে পারেন না।
কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো কোনো ফেসবুক বন্ধু ‘নিরবে’ সম্পর্কের ইতি টেনেছেন। এমন পরিস্থিতিতে বিব্রত বা মন খারাপ হলেও করার কিছু থাকে না। আবার জানারও উপায় নেই, কোন বন্ধু কখন চুপিসারে আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করেছেন। কিন্তু আপনারও তো জানার অধিকার আছে- কে সে?
এই পরিস্থিতিতে ফেসবুক আপনাকে ডিলিট করা বন্ধুর খবর জানার সুযোগ না দিলেও এই তথ্য দেবে নতুন অ্যাপ।
মঙ্গলবার বৃটিশ সংবাদ মাধ্যম মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডিজিটাল ফ্রেন্ডশিপ সার্কেলে কেউ আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করে থাকলে Who Deleted Me on Facebook নামের এই অ্যাপে তা জানা যাবে। আইফোন ও অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে এই অ্যাপ পাওয়া যাবে। এমনকি প্লাগইনের মাধ্যমে ক্রোম ব্রাউজারে এটা ব্যবহার করা যাবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ফেসবুক অ্যাকাউন্টকে সংযুক্ত করে এই অ্যাপ আপনার বন্ধুদের ওপর নজরদারি চালাবে। এই অ্যাপের টেবিলে বন্ধু তালিকায় নতুন কারা যোগ হচ্ছে, কারা আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করছে, আপনি কাদের ডিলেট করছেন, ডিঅ্যাক্টিভেটেড ও সচল বন্ধুদের খবর কী ইত্যাদি ফিচার সংযুক্ত থাকবে। তবে এই সব খবর মিলবে না এই অ্যাপে। মিলবে শুধু কে বা কারা আপনাকে ডিলিট করছে। তবে হারিয়ে যাওয়া বন্ধুদের খোঁজ পুনরায় আর দেবে না অ্যাপটি।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -