- Back to Home »
- Wifi Connected Laptop থেকে Desktop এ ইন্টারনেট শেয়ার করুন
Posted by : RABBY
বুধবার, ২০ জুলাই, ২০১৬
অনেকে নানা প্রয়োজনে ল্যাপটপে ওয়াইফাই দিয়ে রাখেন, বা মডেম ইউজ করেন। কিন্তু যারা একটি মডেমের ইউজার, তারা এই পদ্দতিতে সহজেই ল্যাপটপ এবং ডেস্কটপে একটি তার দিয়ে হাই স্পিড ইন্টারনেট শেয়ার করে ইউজ করতে পারেন।
এরজন্য আপনার লাগবে দুটো কম্পিউটার, এবং একটি হাই স্পিড ইদারনেট ক্যাবল, বা টু ওয়ে ল্যান ক্যাবল। এটা যেকোনো কম্পিউটার দোকানে ৭০-৮০ টাকার মাঝেই পাওয়া যাবে।
এখানে আমাদের নেটওয়ার্ক কানেকশান ব্রিজ ব্যবহার করতে হবে।
এখন আমাদের A ল্যাপটপে ইন্টারনেট বা ওয়াইফাই আছে, B কম্পিউটারে নেই।
এখন খালি স্টেপগুলো ফলো করে যান।
স্টেপঃ ১
A ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে নিন।
স্টেপঃ ২
কানেকশান ব্রিজ তৈরি করুন।
A ল্যাপটপে,
Adapter Settings এ যান
(Control Panel -> Network and Sharing Center -> Change adapter settings)
Local Area Connection এবং Wireless Network Connection একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে "add to Bridge" দিন
এখন A এবং B কম্পিউটার ক্যাবল দিয়ে কানেক্ট করলেই ইন্টারনেট এক্সেস পাবেন। এই স্পিড একটুও কমবে না। মেইন ব্যান্ডউইথের মতই থাকবে।