- Back to Home »
- যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।
Posted by : RABBY
রবিবার, ২৮ জুন, ২০১৫
বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি টিউনটি আগেও করছিলাম কিন্তু তখন হয়ত অনেকেই টিউনটি মিস করেছেন। তাই টিউনটি আবার প্রকাশ করলাম। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।
একটি চাকরি ১ম স্টেপ হচ্ছে একটি Resume তৈরি করা। কারন আপনি যখন আপনার Resume অর সিভি জমা দেবেন তখন আপনার ডিজাইন টা যদি সুন্দর না হয় তাহলে যারা আপনাকে চাকরী দিবে তারা হায়তবা দৃষ্টি গোচর না হতে পারে। তার জন্য আমার দেয় এই Resume টি সঙ্ঘে রাখুন।ভাল ক্যারিয়ার এর জন্য সুন্দর একটি রিজিউম প্রয়োজন কারণ সুন্দর একটি রিজিউম চাকরী পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্ধন্দী থেকে এক কদম এগিয়ে রাখে। কারণ চাকরীদ্বাতা সাধারণত যে কোন রিজিউম দেখতে গড়ে ৫/৭ সেকেন্ড এর বেশী সময় দেয়না।তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে তুলে ধরতে হবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বা আরো বেশী কিছু যদি থেকে থাকে আর তা হতে হবে দৃষ্টিনন্দন এবং নির্ভূল যা অনেক ক্ষেত্রে রিজিউম তৈরী করার পর সেটা সঠিক এবং নির্ভূল হলো কিনা তা নিয়ে শংকায় ভূগী। এ সমস্যা থেকে সমাধান দিতে না হয় জিবনে অনেক ভুল করবেন। আপনি যদি চান এম এস ওয়ার্ড বা ফটোশপ এ এডিট করতে পারবেন।
>>>ডাউনলোড করুন এখান থেকে<<<