Posted by : RABBY মঙ্গলবার, ২ জুন, ২০১৫

 স্লো নেট এর কারনে বাফারিং এর যন্ত্রণা হবে বিধায় ইউটিউব ব্রাউজ করেন না।
সুতরাং, তাদেরকে বলব নিচের ট্রিকস টি ফলো করুনঃ
১) প্রথমে আপনি smart video for youtube নাম এর একটা addones ডাউনলোড করে ইন্সটল করুন। এই addones টি আপনি  মোজিলা এবং গুগল ক্রম এর জন্য পাবেন।
২) এখন ইউটিউব এ যান। যে কোন একটা ভিডিও ওপেন করেন।
৩) যখন ভিডিও প্লে করবেন মাউস টি প্লে আইকন এর দিকে নিলে নিচে একটি ট্যাব দেখবেন। ট্যাব থেকে
Global preferences এ যান।
৪) নতুন ট্যাব ওপেন হবে। সেখান থেকে ক্লিক করুন Loop all videos.
৫) Buffering options থেকে ক্লিক করুন start buffering rightway, start playing when buffered এ ৫% দিবেন।
৬) এরপর Buffering options এর লাস্ট দুই তা অপশন এ ক্লিক করবেন।
৭) video quality তে ৭২০ অথবা ৩৬০ সিলেক্ট করেন।
৮) ডান দিকের কলাম এ আগের মত করে সব কিছু করেন এবং ক্লোজ করুন।
বিঃদ্রঃ যারা ১ এমবিপিএস লাইন ব্যাবহার করেন তারা ৭২০ দিবেন video quality তে, আর যারা ৫১২ কে বিপিএস লাইন ব্যাবহার করেন তারা ৩৬০ দিবেন।
এখন ইউটিউব এর ভিডিও প্লে করে দেখুন। :-)
আশা করি সবাই বুজতে পেরেছেন। বুজতে সমস্যা হলে ভিডিও টি দেখুন
ভিডিও টি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।
যারা addones টি খুজে পাচ্ছেন না তারা ভিডিও এর description এ পাবেন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -