- Back to Home »
- এক ক্লিকেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান ফেসবুকের সব বন্ধুদের।
Posted by : RABBY
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬
আশা করি সবাই ভালো আছেন।অনেক দিন পর টিটিতে টিউন করলাম।বর্তমানে সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক।এই নিয়ে বিস্তারিত বলার কোন প্রয়োজন নেই।আমার থেকে এর সম্বন্ধে
আপনারাই বেশি জানেন। ফেসবুকে আমরা আমাদের জনপ্রিয়তা,টিউনে বেশি লাইক,টিউন বেশি শেয়ার এর জন্য ফেন্ড লিষ্টে বন্ধু বাড়ানোর জন্য ওঠে পরে লাগি।আমার মত এই রকম যাদের স্বভাব তাদের কাজকে আর একটু সহজ করে দিতে আমার এই টিউন।যারা একটা একটা করে sent friend request botton চাপতে বিরক্ত হয়ে গেছেন তাদেরকে আজকে আমি এমন একটা ট্রিক্স শিখাব যার মাধ্যমে ২০০-২৫০ ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করতে পারবেন এক ক্লিকেই।চলুন এবার ট্রিক্সটা দেখে নেই।
১। প্রথমে ফায়ারফক্স অথবা গুগল ক্রোমে ফেসবুক লগইন করুন।
২। এবার এড ফেন্ড এ যান এবং see all ক্লিক করেন।তারপর সাইড বার নিচের দিকে স্ক্রল করতে থাকেন।পুরো পেইজে যতজন লোক থাকবে ততটা রিকুয়েস্ট সেন্ড হবে।
৩। স্ক্রল করা শেষ হলে মাউস এর রাইট বাটন ক্লিক করে Inspact Element এ যান।এরপর Console ক্লিক করুন।
৫। এবার Console এ ক্লিক করার পর একটা খালি বক্স আসবে।ওইটা তে নিচ থেকে ডাউনলোড করা স্ক্রিপটা Paste করে Enter চাপলেই দেখবেন সব ফেন্ড রিকয়েস্ট সেন্ড হয়ে গেছে।
স্ক্রিপ্ট ডাউনলোড করুন।
টিউনটি পরে যদি বুজতে না পারেন তাহলে আমার করা ভিডিও টিউটরিয়াল দেখেতে পারেন।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/gkYzqIJPsHI" frameborder="0" allowfullscreen></iframe>
ভিডিও টিউটরিয়াল লিঙ্কঃ https://youtu.be/gkYzqIJPsHI