- Back to Home »
- এবার আপনার windows 7 – 8 ও10 update চিরতরে বন্ধ করে নিল করুন ! আর সেভ করুন আপনার ইন্টার নেট ডাটা
Posted by : RABBY
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬
এবার আপনার windows 8 ও10 update চিরতরে বন্ধ করে নিল করুন ! আর সেভ করুন আপনার ইন্টার নেট ডাটা।
আমরা অনেকেই আছি যারা মনে করি windows update এ গিয়ে Turn of automatic updating করলে কাজ শেষ।
বাস্তবে এটা ঠিক নয়।
আজ আপনাদের দেখাবো কি করে এই সমস্য খেকে মুত্তি পাবেন।
১ . প্রখমে search এ গিয়ে gpedit.msc দিয়ে ইন্টার দেন।
নিচের ছবির মতো ।
২ . Click on Computer Configuration,
নিচের ছবির মতো ।
৩ . এবার Administrative Templates এ ক্লিক করে All Settings এ ক্লিক করে Configure Automatic Updates এ ক্লিক করুন নিচের ছবির মতো ।
৪ . এবার Disabled এ ক্লিক করে Allow local admin to choose setting করি Apply করে ওকে করে দিন।
বুঝতে সমস্যা হলে যানাবেন।
windows 7 দিয়ে।
1 . আপনার computer a Right click করে Manage এ ক্লিক করুন।
নিচের ছবির মতো আসবে।
2. এবার services and Applications এ ক্লিক করুন।
3. তার পর services এ ক্লিক করুন।
নিচের ছবির মতো আসবে।
৪. এবার windows update এ ক্লিক করুন (statup type এ Disabled করুন এবং stop এ ক্লিক করুন ১ মিনিট অপেক্ষা করুন এবার Apply এ ক্লিক করে ওকে করুন।
ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
কেমন হলো জানাতে ভুলবেন না।
## আমার পরের টিউন কি ভাবে আপনার windows এর Rating : windows Experience index বাড়িয়ে ৩০ % আপনার পিসির গতি বাড়াবেন।
আশা করি আমার পরের টিউন টিও আপনাদের অনেক কাজে দেবে এবং আপনাদের সারা পেলে আরো অনেক সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারবো।