Posted by : RABBY মঙ্গলবার, ২ জুন, ২০১৫

কিছু কিছু সফটওয়্যার আছে যা লাইসেন্স ছাড়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়। আর তার লাইসেন্স কিনতেও অনেক টাকার প্রয়োজন হয়। শুধু টাকা হলে সমস্যা হতো না। দরকার পড়ে ডলারের।  :cry:
আবার ক্র্যা ক ব্যহারের ক্ষেত্রেও ভয় থাকে। তাই এই সফটওয়্যার টি আশা করি আপনদের কাজে দেবে। এবার কাজের দিকে আশা যাক।
প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে ইন্সটল দিন।
এবার সফটওয়্যার টি ওপেন করে Browse অপশনে ক্লিক করুন।
এবার প্রোগ্রাম ফাইল থেকে যে সফটওয়্যারটির টাইম ওয়ার্নিং দিচ্ছে সেটার .EXE ফাইল টি সিলেক্ট করে Open এ ক্লিক করুন।




এবার Enter a name for create desktop icon এর ঘরে ইচ্ছা মত একটি নাম দিন এবং Create Desktop Short-Cut এ ক্লিক করে Exit  করুন।
এবার দেখুন ডেস্কটপে অই নামের আইকন তৈরি হয়েছে।  যে সফটওয়্যার এর আইকন তৈরি করলেন আগে থেকে যদি তার কোন আইকন থেকে থাকে তবে তা ডিলিট করে দেন। এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন। তাহলেই ওই সফটওয়্যারটি যত দিন খুশি ব্যবহার করতে পারবেন। তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে।
আপনাদের আরও বিস্তারিত জানা থাকলে কমেন্ট করুন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -