- Back to Home »
- ওয়াইফাই হ্যাক করুন সাথে হ্যাকিং নিয়ে কিছু কথা
Posted by : RABBY
মঙ্গলবার, ২ জুন, ২০১৫
কিছু হ্যাকিং নিয়ে বকবক করেই আমি ওয়াফাই হ্যাক করা নিয়ে কথা বলব । আমি এইভাবে ওয়াইফাই হ্যাক করে পাশের বাসার একজনের ২৫ জিবি ১ মাসে খাইছি ।
আচ্ছা হ্যাকিং কি ?
কোন বস্তুর সিকিউরিটির দুর্বল পয়েন্ট গুলোর মাধ্যমে সেটির কন্ট্রল নেওয়াটাই হ্যাকিং ।
সেক্ষেত্রে আপনার রিমোট কন্ট্রল এসি পর্যন্ত হতে পারে হ্যাক । আমরা সাধারনত ওয়েবসাইট হ্যাক সোশ্যাল আইডী হ্যাক , ক্রেশিট কার্ড হ্যাক , ইত্যাদিই বুঝে থাকি ।
সবাই জানেন যারা হ্যাক করে তাদের বলে হ্যাকার । এই হ্যাকার রা তিন প্রকারের হয় ।
১ । ব্লাক হ্যাট । (সকল ধরনের খারাপ কাজ এরা করে থাকে । )
২। হোয়াইট হ্যাট । (এরা ভালো মানের হ্যাকার । সাধারনত খারাপ কাজ করে না । এদের সিকিউরিটি স্পেশালিস্ট বলতে পারেন । )
৩। গ্রে হ্যাট । ( এরা কখনো ব্লাক কখনো হোয়াইট হ্যাট দের মত আচরন করে থাকে ।
হ্যাকিং করতে গেলে কি জানতে হবে ?
আপনাকে মুলত সকল প্রগ্রামিং জানতে হবে আর থাকতে হবে নিজের অসাধারন বুদ্ধি ( যেটার অভাব নাই )
আপনার প্রগ্রামিং এর দক্ষতা যত বেশি হবে আপনি তত ভালো হ্যাকার হতে পারবেন । এছাড়াও হ্যাকারদের নিজস্ব ভাষা আছে এর নাম " লিট" ।
আচ্ছা আসুন এবার ওয়াইফাই হ্যাকিং শিখি ।
প্রথমে Dumpper এখান থেকে এবং Jumpstart সফটওয়্যার এখান থেকে রার ফাইলে ডাউনলোড দেই । সেটা এক্সট্রাক্ট করে নেই এবং সেখান থেকে Jumpstart ইনস্টল করি ।
এরপর Dumpper রান করি । এটা ইন্সটল করা লাগবে না ।
রা করার পর নিচের ছবির মত করে
wps সিলেক্ট করে সেখান থেকে স্কান করবেন । তাহলে আপনার আশেপাশের সকল ওয়াইফাই নেটওয়ার্ক সেখানে শো করবে । এরপর আপনি যে নেটওয়ার্ক টা হ্যাক করতে চান ঐটায় ক্লিক করুন তাহলে নিচের লাল চিহ্ন দেওয়া ঘরে wps pin নামে একটা পিন পাবেন ঐটা কপি করে নিন । এবার প্রোগ্রাম বন্ধ করে jumpstart ওপেন করুন ।
সেখানে join a wireless network সিলেক্ট রেখে নেক্সট করুন । এরপর নিচের ছবির মত আসবে ।
এরপর Enter a new pin from my access point সিলেক্ট করুন । তখন নিচে একটা ফাকা বক্স পাবেন । সেখানে আগের কপি করা পিন টি ctrl+v চেপে পেস্ট করে দিন । এরপর নেক্সট করুন । এরপর একটু সময় নিবে কানেক্ট হতে । অপেক্ষা করুন হয়ে যাবে ।
শর্ত
১ নেটওয়ার্ক ৫০ % এর উপরে থাকতে হবে ।
এটা আমি নিজে করেছি । ট্রাই করে দেখুন অবশ্যই হবে ।