Posted by : RABBY শনিবার, ৬ জুন, ২০১৫

কয়েক দিন আগে আমার কয়েক জন ফ্রেন্ড মিলে একটা ফেসবুক পেজ খুলেছে। দেখলাম এই পেজে আমাকেও এডমিন দেওয়া হয়েছে। বন্ধুরা ফোন করে বললো সব ফ্রেন্ড দের invite করে দে। অবশেষে invite করা শুরু করলাম। ১০০/১৫০ করে হাপিয়ে গেলাম। তখনো আরে 900+ ফ্রেন্ড বাকি ছিল।  আর কোন উপায় না পেয়ে খোজা খুজি করে সব ফ্রেন্ডকে এক ক্লিকে ইনবাইট করার উপায় পেলাম। আমার ভালই লাগল তাই আপনাদের সাথে শেয়ার করতে ভুললাম না।  :-P
কাজের কথায় আসি।
১. প্রথমে আপনার পিসিতে যেকোন ব্রাউজার ওপেন করুন। এরপর ব্রাউজারের Add-ons স্টোরে যান।
২. স্টোরে গিয়ে সার্চ করুন “facebook invite all ”।
ডাইরেক্ট লিঙ্ক::
নিচের ছবির মত। (আমি অপেরা ব্রাউজার ব্যবহার করেছি  )
৩. এবার এটার উপর ক্লিক করে নিচের ছবির মতো ইনস্টল করুন।
ইনস্টল দেওয়ার পর আপনার ব্রাউজারে কোন পরিবর্ত আসবে না।
৪. এবার আপনি আপনার ফেসবুক ওপেন করে আপনার পেজ বা event  এ গিয়ে যেখান থেকে invite করতে হয় সেখানে যান।
৫. Invite জায়গায় গেলে ব্রাউজারের এড্রেস বারে নিচের ছবির মতো একটি প্লাজ চিহ্ন দেখবেন। ওটাতে ক্লিক করুন। (গুগল ক্রোমে প্লাস চিহ্ন’র পরিবর্তে ঠিক চিহ্ন দেখাবে)
এবার অপেক্ষা করুন। এবার আপনা আপনি সব গুলো ইনবাইট হয়ে যাবে।

আশা করি কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। :mrgreen:

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -