Posted by : RABBY মঙ্গলবার, ২ জুন, ২০১৫

বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।
প্রখমে আপনি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করুন। খুব
কম কিলোবাইটের একটি ফাইল এটি। ডাউনলোড হয়ে গেলে Extrac করবেন এবং এর মধ্যে একটা সফট্যওয়্যার পাবেন। তখন ঔই সফট্যওয়্যারটা ইনস্টল দিবেন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। তারপর দেখবেন নিচের মত এইরকম একটি উইন্ডো আসবে।
HUAWAI MODEM UNLOCK CODE
এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।
HUAWAI MODEM UNLOCK CODE
নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন। এরপর calculate code বাটনে ক্লিক করুন। আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন।
যেমন :আনলক কোড: 54247945 এবং ফ্লাস কোড : 34630784।
ব্যাস আজকের টিউন এ পর্যন্তই। আপনাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে টিউনমেন্টে জানাবেন। আশা করি সমাধান দিতে পারব।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -