Posted by : RABBY বুধবার, ১০ জুন, ২০১৫

আমার ব্যাবহ্নত সেরা ১০টি অ্যাড অনসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেগুলো আপনের কাজে লাগবেই।
১। 
এটি হল আমার সবচেয়ে সেরা একটি অ্যাড অন। এটা দিয়ে আপনি কোনো ছবিতে ক্লিক না করেই ছোট ছবি পূর্ণ আকারে দেখতে পাবেন। যেমন গুলল সার্চে যে ইমেইজ গুলা আসে তার উপর মাউস রাখলেই ইমেজটি পূর্ন আকারে দেখা যাবে। কিংবা কারো ফেসবুকের প্রোফাইল পিকচার দেখতে চাইলে এখন আর ক্লিক করে দেখতে হবে না। জাস্ট ফটোর উপর মাউস পয়েন্টার রাখলেই ফটোটি পূর্ন সাইজে দেখা যাবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
২। 
আমি তো ম্যাসেজের চেয়ে বেশি মেইলের ইনবক্স চেক করি অর্থাৎ আমার মত যারা মেইল পাগলা আছেন তাদের এটা খুব কাজে আসবে। এটির মাধ্যমে এখন আপনি ইমেইল ইনবক্সে না গিয়েই সরাসরি ব্রাউজারের নেভিগেশন বারে যখন তখন মেইল চেক ও রিপ্লে দিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৩। 
কোনো কিছু গুগলে সার্চ দিলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সাইটে আপনের কাঙ্খিত জিনিসটি আছে। কারন এটি দেখিয়ে দেবে সাইটে প্রবেশ করার আগেই সাইট প্রিভিউ তাও আবার সার্চ রেজাল্টেই।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৪। 
ইন্সট্যান্ট স্ক্রিনশর্ট নেয়ার ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। এটার মাধ্যমে আপনি টোটাল সাইটের স্ক্রিনশর্ট নিতে পারবেন। এমনকি সেসব সাইটের পেজ বিশাল বড়, স্ক্রল করে করে নিচে যেতে হয় সবটুকু দেখতে বা পড়তে সেই সাইটেরও পুর্ন মাপের স্ক্রিনশোর্ট নিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৫। 
কোনো কিছু ডাউনলোড করার সময় সেটির বিস্তারিত (স্পিড, সাইজ) স্টাটাস বা্রে দেখিয়ে দেবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৬। 
নাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন এটা দিয়ে কি করতে হবে। B:-/ তাই আর বিস্তারিত বললাম না।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৭। 
এটা ব্যবহার করলে আপনি পাবেন বিজ্ঞাপন ফ্রি ওয়েব সাইট। বিভিন্ন সাইটে প্রবেশ করলে আমরা অনেকেই বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে পাই। এটি ব্যবহার করলে আপনি সেই বিজ্ঞাপন মুক্ত ফ্রেস সাইট পাবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৮। 
আপনের বাড়িতে যদি বাচ্চা পোলাপান থাকে, আর আপনি যদি চান যে তারা পূর্ণ বা ফেসবুকে প্রবেশ করতে পারবে না। তাহলে এই অ্যাড অনটি আপনের জন্য। এটা দিয়ে আপনি নিদির্ষ্ট কোনো সাইট ব্লক করতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
৯। 
যারা ইন্ডিয়ান ভিসার ফর্ম পূরনের কাজ করেন তারা নিশ্চয় এটা দেখেই বুঝতে পেরেছেন এর কাজ কি! =p~
হ্যাঁ, সমস্ত সাইটের সকল পূরণকৃত ফর্ম কপি করে একই জাতীয় ফরমে পেস্ট করতে কাজে আসবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন
১০। 
পড়তে পড়তে আপনি কি বিরক্ত হয়ে যাচ্ছেন?  :-? তাইলে শোনেন! এটিই শেষ  :-P। অটোম্যাটিক্যালি পেজ লোড করার ক্ষেত্রে এটা কাজে আসবে। যেমন সার্চ রেজাল্টের পরবর্তী অংশ দেখতে সী মোর বা লোড মোর এ ক্লিক করতে হয়। এখন আর সেটা করতে হবে। এটি এখন অটোম্যাটিক্যালি হবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

এছাড়াও আরো কয়েকটি সেরা অ্যাড অনস আছে যেমন, FEBE 8.7.1 (Firefox backup), Save as PDF 1.5.1, Text to voice 1.10.1 Multifox 3.0.2.1 (Log in as many account such as facebook as you want) :-P

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -