Posted by : RABBY বুধবার, ১০ জুন, ২০১৫

আমাদের এই টিউনে আসি। এবারের টিউনে দেখাবো কিভাবো কারো আইপি এড্রেস জানার পর সেই আইপি এড্রেস ব্যবহার করে কারো লোকেশন ও অন্যান্য তথ্য বের করতে হয়।
ধরুন, আমি আমার গত টিউন ব্যবহার করে আমার  কোন এক বন্ধুর আইপি এড্রেস জানতে পারলাম। এবার তার সেই iP ব্যবহার করে আমি তার লোকেশন এবং অন্যান্য তথ্য ব্যবহার করবো। ধরে নিলাম আপনিও কারো আইপি এড্রেস পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন তাহলে নিজের আইপি দিয়ে কাজ করতে পারেন। এতে কোন সমস্যা নেই।
চলুন শুরু করি। প্রথমে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।
এবার আপনি নিচের মত দেখবেন। এখানে দেখানো বক্সটাতে আপনার নিজের আইপি এড্রেস দেওয়া থাকবে। আপনার এড্রেস মুছে আপনার বন্ধুর/ কাঙ্কিত ব্যক্তির IP ‍address লিখে query লিখায় ক্লিক করুন।
Query তে ক্লিক করার পর আপনার কাজ শেষ। এবার নিচের দিকে যান। :
নিচের মত তথ্য গুলো show করবে:
এখানে আপনি পাবেন ip address ব্যবহার কারীর দেশ, শহর, জেলা, আইএসপি, কোন সিম ব্যবহার করছে, ইত্যাদি তথ্য। আপনি তার লোকেশন গুগল ম্যাপ এ ও দেখতে পারেন।
আজ এই পর্যন্ত।
সবাই ভাল থাকুন। সুস্থ্য থাকুন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -