Posted by : RABBY বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

আমরা এখনও আছি অনেক পিছিয়ে ...।স্কুল গুলুর দিকে একবার তাকান কি সিস্টেম এ চলছে।। রেজাল্ট তৈরি থেকে অফিস এ বেতন আদায় সব কিছুতে অবহেলা। একটা বার্ষিক পরীক্ষার রেজাল্ট তৈরি করতে টিচার রা হিম শিম খাচ্ছে। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার দিব জা দিয়ে আপনি ২-৩মিনিঃ এ একটি রেজাল্ট তৈরি করতে পারবেন।

প্রথমে ডাটা টি লিঙ্ক করুন এভাবে ডাটা লিঙ্ক ঠিক মতো না হলে সফটওয়্যার কাজ করবে না।

নিচের স্টার্ট মেনু থেকে সার্চ অপশন এ লিখুন উপরের লেখা টি। তারপর নিচের চিত্র লক্ষ্য করুন
এড বাটন এ ক্লিক করুন তারপর দান পাশের চিত্র লক্ষ্য করে মাইক্রোসফট অ্যাক্সেস ড্রাইভার ক্লিক করে ফিনিশ বাটন চাপুন।তারপর সিস্টেম ডি এস অ্যান এ ক্লিক করে
মাইক্রোসফট অ্যাক্সেস ড্রাইভার ক্লিক করুন ফিনিশ চাপুন তারপর নিচের মত আসবে
ডাটা সোর্স আর ঘরে  রেজাল্ট লিখুন ওপরের চিত্র দেখে তারপর নিচের মত আসবে
Res file টি আসলে নিচের মতো করে দেখা যাবে
তারপর
তারপর আবার অ্যাড বাটন আ ক্লিক করে আর একটি ফাইল সেভ করুন নিচের মতো করে সব প্রক্রিয়া আগের মতো
Data source name এ ক্লিক করে লিখুন database3  তারপর  সিলেক্ট করে D drive থেকে ডাটা ফাইল টি সো করে ক্লিক করলেই ওকে চাপলে নিচের মতো আর একটা ফাইল আসবে
বেশ ডাটা কানেকশন শেষ।  সফটওয়্যার টি ইন্সটল করুন।
তারপর ডেক্সটপ থেকে বা স্টার্ট মেনু থেকে সফট টি খোজে বের করুন
তারপর আপনার সামনে এডমিন প্যানেল আসবে সেখান থেকে class 06 এ ক্লিক করুন তাপর ইউজার আইডি user  পাসওয়ার্ড pass লিখুন
তারপর HALF YEARLY  result তৈরি করতে অ্যাড বাটন এ ক্লিক করে আপনার স্টুডেন্ট এর নাম আইডি নাম্বার লিখুন তারপর শেষে  Final submit button  এ ক্লিক করলে আপনার সামনে পাস ফেল সব চলে আসবে
বি দ্রঃ  এক এক স্কুলে পাসের নিয়ম এক এক রকম তাই আপনার পাস এর নাম্বার আমাদের সফটওয়্যার এর সাথে না ও মিলতে পারে।
ফাইনাল রেজাল্ট করতে এডমিন প্যানেল এ আবার যান আর ক্লিক করে একই পাসওয়ার্ড ও ইউজার আইডি দিন  তারপর নিচের মতো আসবে
এই পেজ এ শুধু  yearly result  ইনপুট করুন তারপর  go to final page  এ যেয়ে সার্চ বক্স থেকে আইডি নাম্বার লিখে সার্চ দিলে তার  HALF+YEARLY result  চলে আসবে। কোন কোন স্কুল এ দুটি পরীক্ষার রেজাল্ট এক সাথে দেওয়া হয় এই সফটওয়্যার টি এমন করে বানানো হয়েছে। রেজাল্ট প্রিন্ট করুন
তারপর আপনার সামনে ফাইনাল পেজ আসবে সার্চ করুন এই দি নাম্বার তারপর ডান পাশে ওপরে  TOTAL RESULT এ ক্লিক করলে মোট নাম্বার চলে আসবে তারপর  POSITION button  এ ক্লিক করলে পাস ফেল চলে আসবে।
এখন প্রিন্ট করুন
ভাল থাকবেন
চিত্র দেখে ডাউনলোড করুন।


 ডাউনলোড   ১৯.৫৪  megha  ও ১৯২.৮৭ kilobyteএই দুইটা ফাইল ডাউনলোড করুন।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © RABBY - Date A Live - Powered by Blogger - Designed by Johanes Djogan -