- Back to Home »
- আসুন IDM এর সাথে একটু চালাকি করি (কাজে আসবে ও ভাল লাগবে)
Posted by : RABBY
বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
আমরা অনেক সময় বন্ধুর বাসায় কোন সফট্, গেম ডাউনলোড দেই কিন্তু ডাউনলোড সম্পূর্ণ হও্য়ার আগে আমার কোন কারণে চলে আসতে হবে তখন আর কি করার? উপায় নেই চলে যে আসতেই হবে কিন্তু ফাইল টা আর যে অর্ধেক বাকি ছিল। হতাশ হলে চলবে না এর উপায় হচ্ছে ....
যেমন আমি বন্ধুর বাসায় Fotor সফ্টওয়্যারটি ডাউনলোড দিচ্ছিলাম
১ম ধাপঃ প্রথমেই যে ফাইলটি ডাউনলোড করছিলাম সে ফাইলটির মূল সংরক্ষনের স্থানটিতে যাই। start button + r তারপর %appdata% লিখে Enter চাপ দেই তারপর IDM ক্লিক করি এরপর DwnlData ক্লিক করে পরের ফাইলে গেলে অসম্পূণ ফাইলটি পাই চিত্রের মত
এ ফাইলে ক্লিক করলে নিচের মত আসে
সবগুলো কপি করে পেনড্রাইভে নিয়ে নেই।
২য় ধাপঃ
তারপর আমার বাসায় ইনটারনেট চালু করে পুনরায় আগের লিংকে প্রবেশ করে ডাউনলোড শুরু করি IDM pause করি। ফলে আগের মত IDM একটি ফাইল তৈরি হবে start button + r তারপর %appdata% লিখে Enter চাপ দেই তারপর IDM ক্লিক করি এরপর DwnlData ক্লিক করে পরে ফাইলটিতে ঢুকে আগের কপি করা সবগুলো ফাইল Paste করি তারপর IDM গিয়ে start button ক্লিক করি দেখি মজার বিষয় যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে পুনরায় শুরু হয়েছে।